15. section 44 সংশোধন, অর্থ আইন, 2022 এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ,1984 এর section 44 এর sub-section (2) এর clause (b) প্রতিস্থাপন,clause (c) এর সংশোধন এবং sub-section (5) এর clause (a) প্রতিস্থাপন করা হয়।15.1 কর রেয়াতের হারের পরিবর্তন— অর্থ আইন, 2022 এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ,1984 এর section 44 এর sub-section (2) এর clause (b) প্রতিস্থাপন,clause (c) এর সংশোধন এবং sub-section (5) এর clause (a) প্রতিস্থাপন করা হয়। প্রতিস্থাপিত বিধানানুসারেেএকজন নিবাসী করদাতা বা একজন অনিবাসী বাংলাদেশী করদাতা কর রেয়াতযোগ্য অংকের (eligible amount) উপর 15% হারে কর রেয়াত প্রাপ্য হবেন। তবে,কোন করদাতা section 75 অনুযায়ী যথাসময়ে রিটার্ন দাখিলে ব্যর্থ হলে কর রেয়াতের পরিমাণ রেয়াতের জন্য অনুমোদনযোগ্য অংকের (eligible amount) 15% এর স্থলে 7.5% হবে।